ঢাকা, বৃহস্পতিবার   ০৩ জুলাই ২০২৫

ঈদ উপলক্ষে ফাঁকা রাজধানী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩১, ১৩ আগস্ট ২০১৯

Ekushey Television Ltd.

আপনজনের সঙ্গে ঈদ উল আজহা উদযাপন করতে নগরবাসী ঢাকা ছাড়ায় রাজধানী এখন অনেকটাই ফাঁকা। গণপরিবহনের পাশাপাশি কমেছে ব্যক্তিগত যানবাহনও। তাই যে কোন দুর্ঘটনা এড়াতে বাড়তি সতর্কতা অবলম্বন করছে পুলিশ ।

আর নগরীর সুরক্ষায় তিন স্তরের নিরাপত্তা ব্যাবস্থা নেয়া হয়েছে বলে জানান ডিমপি ডিবি উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার মশিউর রহমান। 

তবে এই সুযোগে মূল সড়কগুলোতে ঢুকে পড়েছে রিকশা। অন্যদিকে ফাঁকা রাস্তায় যানবাহনের গতি নিয়ন্ত্রন করতে বিভিন্ন যায়গায় ব্যারিকেড দিয়েছে পুলিশ। এছাড়া সন্দেহ জনক মনে হলেই যেকোন যানবাহন চেক করছে তারা। 
 
ব্যাস্ত এই মহানগরের চিরায়ত রুপ না থাকায়, যারা রয়ে গেছেন তারা অনেকটা সস্তি নিয়েই ঘোরাঘুরি করতে পরছেন। জ্যাম না থাকায় অল্প সময়ে যে কোন স্থানে যাতায়াতে খুশি নগরবাসী।

রাজধানীর ঘর-বাড়ি, ব্যাংক, অফিস আদালত-সহ সার্বিক সুরক্ষা নিশ্চিত করতে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানিয়েছে পুলিশ। তবে এই সময়ে নগরবাসিকেও সতর্ক থাকার আহবান জানিয়েছে তারা। 

এনএম


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি