উঠান থেকে শিশুকে টেনে নেয় শিয়াল, জঙ্গলে মেলে মরদেহ
প্রকাশিত : ১৫:০৭, ২ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১৫:২৮, ২ ডিসেম্বর ২০২৫
কিশোরগঞ্জে শিয়ালের কামড়ে দুই বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শিশুর স্বজন ও এলাকাবাসী জানায়, একা পেয়ে বাড়ির উঠান থেকে ওই শিশুকে নিয়ে যায় শিয়াল, খোঁজাখুঁজির এক পর্যায়ে পাশের জঙ্গলে ক্ষতবিক্ষত মরদেহ পায় তারা।
সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার বৌলাই ইউনিয়নের পুঁথিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশু হুমাইরা আক্তার ওই গ্রামের অটোরিকশাচালক হুমায়ুন কবিরের মেয়ে। হুমায়ুন কবির নিজেই তার মেয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সন্ধ্যায় হুমাইরা তার চাচা গোলাম মোস্তফার ঘর থেকে খেলাধুলা করে নিজের ঘরে ফিরছিল। এরপর থেকে খুঁজে পাওয়া যাচ্ছিলোনা হুমাইরাকে। কিছুক্ষণ পর বাড়ির পাশে জঙ্গলে তার ক্ষতবিক্ষত মরদেহ দেখতে পায় এলাকাবাসী। হুমাইরার পুরো শরীরেই শিয়ালের কামড়ের ক্ষত চিহ্ন রয়েছে। শরীরের অনেকটা অংশ শিয়াল খেয়ে ফেলছে বলেও জানান তিনি।
এর আগে, চলতি বছরের ১৯ মার্চ সন্ধ্যায় পাশ্ববর্তী তেরহাসিয়া গ্রামের মো. লিংকনের ২ বছর বয়সী ছেলে মো. আরাফকে বাড়ির উঠান থেকে টেনে নিয়ে যায় শিয়াল। পরে পাশের জঙ্গলে তার ক্ষতবিক্ষত মরদেহ পাওয়া যায়। মরদেহের পাশে তখনও শিয়াল দাঁড়িয়েছিল।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি খুবই মর্মান্তিক। এ বিষয়ে পরবর্তী আইনগত বিষয় প্রক্রিয়াধীন।
এএইচ
আরও পড়ুন










