ঢাকা, রবিবার   ০৬ জুলাই ২০২৫

উত্তরাঞ্চলে ফের নদনদীর পানি বৃদ্ধি (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৭, ৪ আগস্ট ২০২০

Ekushey Television Ltd.

বন্যায় নদনদীর পানি কমতে শুরু করলেও উত্তরাঞ্চলে কোথাও কোথাও আবার বাড়তে শুরু করেছে। নদী ভাঙ্গন অব্যাহত থাকায় দুর্গতরা অনেকে পারছেন না বাড়ি ফিরতে। তবে কোথাও কোথাও বাড়িঘর থেকে পানি নেমে যাওয়ায় আশ্রয় কেন্দ্র থেকে ফিরতে শুরু করেছে লোকজন। আছে ত্রাণ না পাওয়ার অভিযোগও।  

কুড়িগ্রামে কমতে শুরু করেছে নদ-নদীর পানি। বাড়িঘর থেকে পানি কমলেও বাড়ি ফিরতে পারছেন না অনেকে। 

গাইবান্ধার ব্রহ্মপুত্র ও ঘাঘট নদীর পানি আবার বাড়তে শুরু করায় প্লাবিত নতুন নতুন এলাকা। দেখা দিয়েছে বিশুদ্ধ পানির অভাব। ত্রাণ না পাওয়ার অভিযোগ দুর্গতদের। 

লালমনিরহাটের আদিতমারী উপজেলার বামতীরে তিস্তার ভাঙ্গনে গেলো ৫ দিনে প্রায় ৫শ বসতভিটা ও কয়েকশ বিঘা আবাদি জমি ও ফলের বাগান তলিয়ে গেছে নদী গর্ভে। 

ভুক্তভোগীরা অভিযোগ করেন, অসুধ, খাবার কোন কিছুই তারা পাচ্ছেন না, নদীর পানি গরম করে বিশুদ্ধ করে তারা খাচ্ছেন।

নেত্রকোনায় বন্যার পানি কমতে শুরু করেছে। চলছে রোপা আমনের প্রস্তুতি। বন্যাকবলিত এলাকার ৪৮৭ হেক্টর জমির জমির বীজতলা ক্ষতি হয়েছে। 

এদিকে যমুনার পানি সিরাজগঞ্জ পয়েন্টে স্থিতিশীল। চৌহালী, শাহজাদপুর, বেলকুচি, সদর ও কাজিপুর উপজেলার নিম্নাঞ্চল গুলোতে পানিবন্দি প্রায় পাঁচ লাখ মানুষ।  

টাঙ্গাইলে পানি কমার সাথে সাথে শুরু হয়েছে নদী ভাঙ্গন।  

ফরিদপুরের সদরসহ ৭টি উপজেলার প্রায় ২ লাখ মানুষ এখনও পানিবন্দি। পানি কমতে থাকায় ফিরতে শুরু করেছে বানভাসি মানুষ। 

এসইউএ/এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি