ঢাকা, শুক্রবার   ০৮ আগস্ট ২০২৫

উভয় স্টক এক্সচেঞ্জে সূচক বেড়েছে

প্রকাশিত : ১৭:২২, ২২ মার্চ ২০১৭ | আপডেট: ১৭:২২, ২২ মার্চ ২০১৭

Ekushey Television Ltd.

সূচক বেড়েছে দেশের উভয় স্টক এক্সচেঞ্জে। একইসঙ্গে দর বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের। বুধবার ডিএসইতে লেনদেন হওয়া ৩২৯টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৪১টির, কমেছে ১৩৯টির, আর ৪৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম অপরিবর্তিত ছিল। দিন শেষে লেনদেন হওয়া শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের বাজারমূল্য ছিল ১ হাজার ২৯০ কোটি টাকা। আর ডিএসইর প্রধান সূচক ডিএসই-এক্স ১১ পয়েন্ট বেড়ে উঠে আসে ৫ হাজার ৭৩৬ পয়েন্টে। অন্যদিকে, সূচক বেড়েছে সিএসইতেও। সিএসইতে লেনদেন হওয়া ২৬৭টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৩০টির, কমেছে ১০৬টির, আর ৩১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম ছিল অপরিবর্তিত। আর মোট লেনদেন হয়েছে ৮১ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি