ঢাকা, বুধবার   ০৯ জুলাই ২০২৫

উল্লাপাড়ায় ডাকাতি ও মাদক মামলার ৪ আসামি গ্রেফতার

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৪৬, ২২ অক্টোবর ২০২২

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জের উল্লাপাড়া মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ডাকাতি ও মাদক মামলার ৪ আসামিকে গ্রেফতার করেছে। শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক ও ডাকাতি প্রস্তুতি মামলার আসামিদের গ্রেফতার করা হয়।

মডেল থানার ডিউটি কর্মকর্তা উপ-পরিদর্শক মো. আব্দুস সালাম জানান, পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ডাকাতি ও মাদক মামলার ৪ আসামিকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হলো উল্লাপাড়া পৌরসভার শিবপুর পশ্চিমপাড়া মহল্লার হোসেন আলীর ছেলে জাহিদুল ইসলাম (৪০), মৃত রহমত আলীর ছেলে আজম (৪০), ঝিকিড়া তালুকদার পাড়া মহল্লার মৃত জবেদ আলীর ছেলে আরিফ (৩৫) ও উপজেলার চর বদ্ধনগাছা গ্রামের মৃত মোক্তার মোল্লার ছেলে বেলাল হোসেন (৪৫)। তাদের কাছ থেকে ৩০ গ্রাম হিরোইন ও ২০ পিস ইয়াবা এবং ডাকাতি প্রস্তুতির সরঞ্জামাদি উদ্ধার করেছে পুলিশ। 

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম জানান, বিভিন্ন মামলায় আটককৃতদের শনিবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি