Ekushey Television Ltd.

উড়োজাহাজ থেকে লাফ দিলেন মেহজাবীন! (ভিডিও)

প্রকাশিত : ১০:৪৭ ২৩ জুন ২০১৯ | আপডেট: ০০:১২ ২৪ জুন ২০১৯

বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। দুবাইয়ের আকাশ থেকে দিয়েছেন ঝাঁপ! শহরে সবচেয়ে আকর্ষণীয় ভিউ প্লাম আইসল্যান্ডের আকাশে এই ডাইভটি দিয়েছিলেন ছোট পর্দার বেশ জনপ্রিয় এই অভিনেত্রী।

ঈদের পর তিনি দুবাইয়ে যান অভিনেত্রী। তখনই এই ডাইভে অংশ নেন। এমন মজার আর অ্যাডভেঞ্জারাস ডাইভিং নিতে যাওয়ার জন্য বাড়তি সাহস দরকার হয়। যেটি করেছেন মেহজাবিন।

মেহজাবীন বলেন,‌ ‘অবশেষে এটা করতে পেরেছি। এটা সত্যিই অসাধারণ। স্কাই ডাইভিংয়ের জন্য দুবাই-ই সেরা।’ এদিকে স্কাই ডাইভিংয়ের পুরো একটি ভিডিও তৈরি করেছেন এর সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। সেখানে মেহজাবীনের প্রস্তুতি, শুরু থেকে মাটিতে নামা পর্যন্ত পুরো ঘটনা দেখানো হয়।

এনএম

 

© ২০১৯ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি