ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫

এনায়েতপুরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ২২:৪৭, ৬ জানুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জের এনায়েতপুরে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১২। আটককৃত হাসমত আলী (৩০) এনায়েতপুর থানার ব্রাক্ষণগ্রামের রহম আলীর ছেলে। 

র‌্যাব-১২ এর অধিনায়ক মারুফ হোসেন পিপিএম জানান, শুক্রবার দুপুরে র‌্যাব সদস্যরা সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এনায়েতপুর থানাধীন মন্ডলপাড়া কবর স্থানের সামনে অভিযান চালায়। দুই কেজি গাঁজাসহ ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক হাসমত আলী জানান, দীর্ঘদিন ধরে আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জসহ বিভিন্ন জেলায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল। 

পরে উদ্ধারকৃত গাঁজাসহ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করে এনায়েতপুর থানায় হস্তান্তর করা হয়।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি