ঢাকা, শুক্রবার   ০৯ মে ২০২৫

এনায়েতপুরে গোপরেখী টেকনিক্যাল কলেজে শহীদ মিনারের উদ্বোধন

সিরাজগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত : ১৯:২৯, ১৪ মার্চ ২০২০

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জের এনায়েতপুরে ইলিয়াস কণা গোপরেখী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে জেলা পরিষদের উদ্যোগে ৩ লাখ টাকা ব্যয়ে নবনির্মীত শহীদ মিনারের উদ্বোধন করা হয়েছে। 

শনিবার বিকেলে সাবেকমন্ত্রী, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত প্রত্যাশিত শহীদ মিনারটি উদ্বোধন করেন। 

এসময় স্থানীয় ইউপি চেয়ারম্যান আশিকুর রহমান লাজুক বিশ্বাস, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলতাফ হোসেন, থানা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি গোপাল চন্দ্র প্রামানিক, সাধারণ সম্পাদক কামাল হোসেন, সাবেক মেম্বর আলহাজ্ব হাতেম আলী, অত্র শিক্ষা প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল হাসনাত সুমন প্রমুখ।

পরে ৫২ এর ভাষা সংগ্রাম, ৭১ এর স্বাধীনতা যুদ্ধে শহীদ ও ১৫ আগষ্টে শহীদ জাতির পিতা সহ তার পরিবারের আত্মার শান্তি কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

কেআই/আরকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি