ঢাকা, শুক্রবার   ০৮ আগস্ট ২০২৫

এফবিসিসিআইয়ের নির্বাচন স্থগিত করেছে হাইকোর্ট

প্রকাশিত : ১৭:১৮, ২২ মার্চ ২০১৭ | আপডেট: ১৭:১৮, ২২ মার্চ ২০১৭

Ekushey Television Ltd.

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন, এফবিসিসিআইয়ের নির্বাচন দুই মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। বুধবার বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলাম ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের বেঞ্চ এক আবেদনের শুনানি শেষে এই আদেশ দেন। আগামী ১৪ মে এফবিসিসিআইয়ের নির্বাচন হওয়ার কথা ছিল। নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে আবেদন করেন ময়মনসিংহ চেম্বার অব কমার্সের সভাপতি আমিনুল হক। তাঁর পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী এম বদরুদ্দোজা। আবেদনের শুনানি শেষে দুই মাসের স্থগিতাদেশ দেন আদালত।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি