ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

এবার রান্নাঘরে ১২৫ গোখরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৭, ৭ জুলাই ২০১৭ | আপডেট: ১৮:৫১, ৭ জুলাই ২০১৭

ছবি : তানোরে কৃষক আক্কাস আলীর রান্না ঘর থেকে এই গোখরা সাপগুলো মারা হয়

ছবি : তানোরে কৃষক আক্কাস আলীর রান্না ঘর থেকে এই গোখরা সাপগুলো মারা হয়

Ekushey Television Ltd.

আক্কাস আলী সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত সাপ মারলেন। একপর্যায়ে তার সঙ্গে যোগ দেন প্রতিবেশিরা। রাত ১টার দিকে গুনে দেখলেন ১২৫টি সাপ মারা হয়ে গেছে।

রাজশাহীর তানোরের ঘটনা এটি। বৃহস্পতিবার সন্ধ্যায় তানোর পৌর এলাকার ভদ্রখন্ড মহল্লায় কৃষক আক্কাসের রান্নাঘরে এই গোখরা সাপগুলোর সন্ধান মিলে। পরে সাপগুলোকে মারা হয়।

আক্কাছ আলী জানান, প্রতিদিনের মতো রাতের খাবার তৈরি করতে সন্ধ্যায় তার স্ত্রী হাসনা বিবি রান্না ঘরে যান। সেখানে তিনি গোখরা সাপ দেখতে পান। এসময় তার স্ত্রীর চিৎকার জুড়ে দিলে আক্কাছ আলী রান্নাঘরে যান। পরে কোদাল দিয়ে রান্নাঘরের মাটি খুঁড়ে ১২৫টি গোখরা সাপ দেখতে পান। এগুলোর বেশিরভাগই ছিল বাচ্চা।

পরে আক্কাছ আলী ও তার পাড়া প্রতিবেশীরা মিলে সাপগুলোকে পিটিয়ে মারেন।

আক্কাছ আলী আরও জানান, তার বাড়িটি মাটির তৈরি এবং অনেক পুরনো। তাই হয়তো সাপ বাসা বেঁধেছে। বাড়িতে আরও সাপ আছে বলেও ধারণা তার। সাপের ভয়ে তার দুই ছেলে বাড়িতে রাত্রি যাপন করতে চাইছেন না বলেও জানান তিনি।

এদিকে এত সাপ মারা পড়ায় ওই এলাকার অন্য বাড়িতেও সাপের আতংক দেখা দিয়েছে।

এর আগে গত মঙ্গলবার রাজশাহী নগরীর বুধপাড়ায় মাজদার আলীর শোবার ঘর থেকে ২৭টি বিষধর গোখরা মারা হয়।

//এআর

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি