ঢাকা, বুধবার   ১৬ জুলাই ২০২৫

এমপি মিতাকে ফুলেল শুভেচ্ছা চেরী ব্লুসমসের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:২৪, ১৪ জানুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসন থেকে দ্বিতীয়বারের মতো সংসদ নির্বাচিত হওয়ায় মাহফুজুর রহমান মিতাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে চেরী ব্লুসমস ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের প্রিঞ্চিপাল ও চেয়ারম্যান ড. সালেহা কাদের।

সোমবার দুপুরে রাজধানীর কাকরাইলে অবস্থিত রুপালী লাইফ ইন্সিরেন্স লিমিটেডের প্রধান কার্যালয়ে এ শুভেচ্ছা জানানো হয়।  

এ সময় এমপি মাহফুজুর রহমান মিতার হাতে ফুলের তোড়া তুলে দিয়ে শুভেচ্ছা জানান শিক্ষাবিদ ও সমাজসেবক ড. সালেহা কাদের।

উল্লেখ্য, গত পাঁচ বছর দ্বীপ উপজেলা সন্দ্বীপে যে ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড সাধিত হয়েছে সেজন্য এমপি মাহফুজুর রহমান মিতাকে অভিনন্দন জানান ড. সালেহা কাদের। সেই সঙ্গে দেশের শিক্ষাক্ষেত্রে চেরী ব্লুসমস ইন্টারন্যাশনাল স্কুলের ফলাফল এবং প্রিঞ্চিপাল ড. সালেহা কাদেরের অবদানের প্রশংসা করেন। ড. সালেহা কাদের এর অভিজ্ঞতা ও সমাজ মনস্ক চিন্তা-ভাবনা সন্দ্বীপের মানুষের জন্যে কাজে লাগানোরেআহ্বান জানান।

এই সময় উপস্থিত ছিলেন- একুশে টেলিভিশনের সাংবাদিক কাজী ইফতেখারুল আলম তারেক ও চেরী ব্লুসমস ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থী আমরোজিয়া। 

 

কেআই/ এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি