ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

এসএমএস দেওয়ার প্রতিবাদ : যুবককে কুপিয়ে হত্যা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২৪, ৮ জুলাই ২০১৭ | আপডেট: ১৭:২৯, ৮ জুলাই ২০১৭

Ekushey Television Ltd.

খুলনায় স্ত্রীকে আপত্তিকর এসএমএস দেওয়ার প্রতিবাদ করায় স্বামীকে কুপিয়ে হত্যা করেছে কয়েকজন যুবক।  

খুলনার সোনাডাঙ্গা থানাধীন বসুপাড়া আজাদ লন্ড্রি মোড়ে শুক্রবার রাতে এ হামলা হয় বলে পুলিশ জানিয়েছে। নিহত যুবকের নাম খান হারুন অর রশীদ সুমন (৩৫) নগরীর পশ্চিম বানিয়াখামার এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকতেন।

হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে সেলিম শেখ (৩১), তার শ্যালক রাসেল (২৫) ও রাজু হাওলাদারকে (২৮) গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ।

পুলিশ সূত্র জানায়, সেলিমের স্ত্রীর মোবাইল ফোনে একটি আপত্তিকর এসএমএস দেয় সুমন। এসএমএস-এর বিষয়টি নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে সেলিম, রাজু ও রাসেলসহ আরও ৬/৭ জন ধারালো অস্ত্র দিয়ে সুমনকে কুপিয়ে গুরুতর জখম করেন। পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাত দেড়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সুমন মারা যান।

আর/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি