ওসি মোয়াজ্জেমের খোঁজ এখনও মেলেনি
প্রকাশিত : ২১:৪৫, ৪ জুন ২০১৯

ওসি মোয়াজ্জেম কোথায় আছেন কেউ জানে না। তাকে খোঁজা নিয়ে চলছে লুকোচুরি। কোনভাবেই তার অবস্থান সনাক্ত করতে পারছে না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী!
ফেনীর সোনগাজীতে মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফির জবানবন্দির ভিডিও নিজের মুঠোফোনে ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ছড়িয়ে দেয়ার দায়ে ওসি মোয়াজ্জেম এখন ফেরারী আসামি। রাফি হত্যাকাণ্ডের জন্য এ আলোচিত সমালোচিত পুলিশ কর্মকর্তার গ্রেফতারি পরোয়ানা গত ২৭ মে জারি হওয়ার পর থেকে এখন পর্যন্ত তার কোন হদিস পায় নি পুলিশ প্রশাসন।
সর্বশেষ রোববার রাতে ফেনীর পুলিশ সুপার জানান, তার কাছে মোয়াজ্জেমের গ্রেফতারি পরোয়ানা পোঁছেছে। তবে ওসির বর্তমান অবস্থান সম্পর্কে তিনি কোন কথা সাংবাদিকদের জানাতে পারেননি।
জানা যায়, সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনকে গত ১০ এপ্রিল ফেনী থেকে প্রত্যাহারের পর রংপুর রেঞ্জে বদলি করা হয়। গত ৮ মে তাকে সাময়িকভাবে বরখাস্ত করার পর গত সপ্তাহে তিনি রংপুর রেঞ্জ অফিসে যোগ দেন। কিন্তু এখন তিনি কোথায় আছেন সেই তথ্য নেই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে। রাফিকে যৌন হয়রানির অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদের ঘটনা ভিডিওতে ধারণ এবং সেটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার অভিযোগে ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে এই মামলা করা হয়। ২৭ মে ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মাদ আস সামছ জগলুল হোসেন ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন। গ্রেফতারি পরোয়ানা জারির পর তিনি গা ঢাকা দিয়েছেন বলে জানিয়েছে বিশ্বস্ত একট সূত্র। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার সায়েদুল হক সুমন বাদী হয়ে গত ১৫ এপ্রিল সাইবার আদালতে মামলাটি দায়ের করেছিলেন।
গ্রেফতারি পরোয়ানা হাতে পেলে তাকে গ্রেফতার করা হবে বলে তখন জানিয়েছেন পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তারা। কিন্তু গ্রেফতারি পরোয়ানা নিয়ে বেশ টালবাহানা করার পর গত রোববার রাতে পরোয়ানা পাওয়ার কথা স্বীকার করলেও পুলিশ মোয়াজ্জেমের নির্দিষ্ট কোন অবস্থানে হানা দিতে পারেনি।
কিছুদিন আগে ওসি মোয়াজ্জেমকে রংপুরে দেখা গেছে বলে নাম না প্রকাশের শর্তে এক পুলিশ কর্মকর্তা জানান। গ্রেফতারি পরোয়ানা জারির পর সম্ভবত গা ঢাকা দিয়েছেন বলেও তিনি জানান এ কর্মকর্তা। রংপুর রেঞ্জের ডিআইজি অফিসের স্টাফ অফিসার সহকারী পুলিশ সুপার শরিফুল ইসলাম বলেন, ‘রংপুর রেঞ্জে সংযুক্তির আদেশ দেওয়ার পর কয়েক দিন আগে মোয়াজ্জেম হোসেন যোগদান করেছেন। এরপর তাকে ঢাকায় পুলিশ সদর দফতরে তলব করায় তিনি ঢাকায় গেছেন বলে শুনেছি।’
এমএস/
আরও পড়ুন