ঢাকা, শনিবার   ০৯ আগস্ট ২০২৫

ওয়ান স্টপ সার্ভিস আইন ২০১৭ এর খসড়া অনুমোদন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০০, ৮ মে ২০১৭ | আপডেট: ১৫:২৫, ৮ মে ২০১৭

Ekushey Television Ltd.

২৭টি ক্যাটাগরিতে সেবা দেয়ার বিধান রেখে ওয়ান স্টপ সার্ভিস আইন ২০১৭ এর খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। পরে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানান, এ নীতি অনুযায়ী কোনো প্রতিষ্ঠান সেবা দিতে ব্যর্থ হলে তাদের আইনের আওতায় আনা হবে। এক্ষেত্রে ৪টি প্রতিষ্ঠান সমন্বয় করবে বলেও জানান তিনি। এছাড়া রমজান মাসে অফিসের সময়সূচি সকাল ৯টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। সব সরকারি প্রতিষ্ঠান এ সূচির আওতায় থাকলেও বেসরকারি প্রতিষ্ঠানকে সমন্বয় করার কথা বলেন সচিব। এর আগে, ব্যাংক কোম্পানি সংশোধন আইন-২০১৭ এর খসড়ায়ও অনুমোদন দেয় মন্ত্রিসভা।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি