ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

ওয়েব পোর্টাল উদ্বোধন: পাগলা মসজিদে দান করা যাবে অনলাইনে

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৫:১৮, ৪ জুলাই ২০২৫

Ekushey Television Ltd.

দেশের অন্যতম আয়কারী ধর্মীয় প্রতিষ্ঠান কিশোরগঞ্জেরে ঐতিহ্যবাহী পাগলা মসজিদের দানবাক্সে প্রতিবারই পাওয়া যায় কয়েক কোটি টাকা। এছাড়াও বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার ও বিদেশি মুদ্রা মিলে সেসব দানবাক্সে। এ বিষয়টিকে আরও সহজ ও প্রসারিত করার লক্ষ্যে প্রবাসী ও দূর-দূরান্তের দানকারীদের সুবিধার্থে অনলাইন ডোনেশনের ব্যবস্থা করেছে মসজিদ কর্তৃপক্ষ।

আজ শুক্রবার (৪ জুলাই) বেলা ১১টায় মসজিদ প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে ওয়েবসাইট ও অনলাইন ডোনেশনের উদ্বোধন করেছেন পাগলা মসজিদ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক ফৌজিয়া খান। 

এ সময় মসজিদ কমিটির অন্যান্য সদস্যসহ জেলার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ চলতিবছর এপ্রিল মাসে এ মসজিদের দান বাক্সে ৪ মাস ১২ দিনে পাওয়া গিয়েছিল রেকর্ড ৯ কোটি ১৭ লাখ ৮০ হাজার ৬৮৭ টাকা। এছাড়াও বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার ও বিদেশি মুদ্রা।

পাগলা মসজিদে মানত করলে মনের আশা পূর্ণ হয়। এমন ধারণা থেকে ধর্ম-বর্ণ নির্বিশেষে অসংখ্য মানুষ এ মসজিদে দান করে থাকেন। গত কয়েক বছর ধরে দিন দিন বাড়ছে দানের টাকার পরিমাণ।

দানের অর্থ দিয়ে মসজিদের স্থানে আন্তর্জাতিক মানের কমপ্লেক্স বানানোর কাজে ব্যয় হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি