ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫

কনসার্টে অংশ নিতে অস্ট্রেলিয়া যাচ্ছেন জেমস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৩৯, ১০ অক্টোবর ২০১৭

Ekushey Television Ltd.

অস্ট্রেলিয়া যাচ্ছেন দেশের জনপ্রিয় ব্যান্ড তারকা জেমস। সেখানকার প্রবাসীদের সাংস্কৃতিক সংগঠন ‘লিসেন ফর’এর আমন্ত্রণে তিনটি কনসার্টে অংশ নিতে যাচ্ছেন তিনি। এ সফরে তার সঙ্গী হচ্ছেন ব্যান্ড নগরবাউলের সদস্যরা।

জানা গেছে, তিন শহরে তিনটি কনসার্টে অংশ নেবেন তিনি।

নগরবাউলের মুখপাত্র রবিন ঠাকুর বলেন, পাঁচ বছর পর আবারও অস্ট্রেলিয়ায় যাচ্ছেন নগরবাউল জেমস। প্রবাসীদের আমন্ত্রণে তিন দিন তিনটি কনসার্টে অংশ নেবেন এই রকতারকা।

তিনি আরও বলেন, আগামী ১ নভেম্বর অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা দেবেন জেমস। এ সফরে ৪ নভেম্বর সিডনি, ৫ নভেম্বর ব্রিসবেন ও ১১ নভেম্বর মেলবোর্নে গাইবেন জেমস। নগরবাউলের সঙ্গে বাজাবেন, খায়েম আহমেদ (কি-বোর্ড), জিমি (ড্রামস), সাব্বির (বেজ), গিটার (রানা)।

অস্ট্রেলিয়ার অনুষ্ঠান শেষে ১৩ নভেম্বর ঢাকায় ফিরবেন জেমস।

 

এসএ/এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি