ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

করোনা চিকিৎসায় আনোয়ার খান মডার্ণে দু’শ শয্যা

আহম্মদ বাবু, একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:০৫, ৩০ এপ্রিল ২০২০

আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ ও হাসপাতাল

আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ ও হাসপাতাল

Ekushey Television Ltd.

করোনাযুদ্ধে সরকারের পাশাপাশি আক্রান্তদের পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেছে ধানমিন্ডর আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। যেখানে বিশেষ ব্যবস্থা থাকবে বিভিন্ন শ্রেণি পেশার রোগীর জন্য। সব রোগীর সার্বিক সহযোগিতা নিশ্চিত করার ঘোষণাও দেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক সংসদ সদস্য আনোয়ার হোসেন খান।

এরইমধ্যে আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ ও আনোয়ার খান হাসপাতাল যৌথভাবে করোনা চিকিৎসার উপযোগী বিশেষায়িত হাসপাতাল তৈরীর কাজ শুরু করেছে। মে মাসের প্রথম সপ্তাহ থেকে রোগীভর্তি শুরু সম্ভব বলে জানিয়েছেন আনোয়ার খান মেডিকেল কলেজের অধ্যক্ষ বিশিষ্ট শিশু বিশেষজ্ঞ ডা. এখলাসুর রহমান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বিভাগীয় প্রধান ছাড়াও জনস্বাস্থ পুষ্টি প্রতিষ্ঠানের সাবেক পরিচালক ডা. এখলাসের আশা, এই সেবা সাধারণ রোগীদের শতভাগ আস্থা নিশ্চিত করবে। 

ধানমন্ডির আট নম্বর সড়কের দু’পাশে দুটি আলাদা ভবনে দু’শ শয্যার করোনা হাসপাতাল চালু করতে কাজ চলছে দিনরাত। ইতোমধ্যে ডাক্তার নিয়োগ, সেবিকাদের অতিরিক্ত প্রশিক্ষণও শেষ বলে জানালেন হাসপাতালের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার খান এমপি। 

একুশে টেলিভিশন অনলাইনকে তিনি বলেন, প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। আগামী মাসে এ সংখ্যা আরো বাড়তে পারে। এমন ধারণা দিয়েছেন অনেক বিশেষজ্ঞ। তাই কোভিড-১৯ চিকিৎসায় সরকার যে ক'টি হাসপাতাল নির্ধারণ করে দিয়েছে তার মধ্যে অন্যতম আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ হাসপাতাল। 

মি. খান বলেন, এ কাজে বিশেষভাবে সহযোগিতা করছে বেসরকারি মেডিকেল কলেজ এসোসিয়েশন। মহামারি মোকাবেলায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে বেশ কিছু বেসরকারি হাসপাতাল ইতোমধ্যে প্রস্তুতিও নিয়েছে। তার অভিমত, বিশেষায়িত সেবার অন্যতম প্রতিষ্ঠান আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ হাসপাতালও শুধুমাত্র কোভিড চিকিৎসার জন্য আলাদা ভবনে দু'শ শয্যা প্রস্তুত করছে। 

বর্তমানে আনোয়ার খান মডার্ণ হাসপাতালে বহির্বিভাগ ও ইনডোর মিলে প্রতিদিন ৩ থেকে ৪ হাজার রোগী স্বাস্থ্যসেবা পাচ্ছে। সাধারণ রোগীদের জন্য ৭৫০ বেডের হাসপাতাল যেটি রয়েছে সেটি আলাদাভাবেই সেবা দিয়ে যাবে। করোনা ইউনিট সম্পূর্ণ আলাদা ও বিশেষায়িত ইউনিট হিসেবে কাজ করবে। মে মাসের প্রথম সপ্তাহেই করোনা রোগীদের চিকিৎসা দেয়ার উপযুক্ত হবে নবনির্মিত ইউনিট- এমনটাই মনে করেন লক্ষীপুরের সংসদ সদস্য আনোয়ার খান।

সাধারণ রোগীদের জন্য এই হাসপাতাল সারাক্ষণ খোলা রয়েছে। কোনো ধরণের গুজব কিংবা কানকথা না শুনে সব ধরণের রোগীকে হাসপাতালে আসার আহ্বান জানিয়েছেন কলেজ অধ্যক্ষ ডা. প্রফেসর এখলাসুর রহমান।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি