ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কর্মস্থলমুখী মানুষের ভিড় দৌলতদিয়ায়, বেশি ভাড়া নেয়ার অভিযোগ

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ১১:৪১, ১৬ এপ্রিল ২০২৪ | আপডেট: ১২:৩৯, ১৬ এপ্রিল ২০২৪

Ekushey Television Ltd.

ঈদের ছুটি শেষে রাজধানীমুখী মানুষের ভিড় বাড়ছে দৌলতদিয়ায়। ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জসহ বিভিন্ন জেলায় কর্মরত মানুষকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের ফেরি ও লঞ্চ ঘাট এলাকায় ভিড় করতে দেখা গেছে। যাত্রীরা কয়েকগুন বেশি ভাড়া নেওয়ার অভিযোগ করেন।

মঙ্গলবার সকাল থেকে দৌলতদিয়া প্রান্তের ফেরি ও লঞ্চে ঢাকামুখী যাত্রীদের চাপ লক্ষ্য করা গেছে।

ঈদের আগে পরিবারের সাথে যারা ঈদের আনন্দ ভাগ করে নিতে গ্রামের বাড়িতে এসেছেন। ঈদের পর ছুটি শেষ হওয়ায় কর্মে যোগ দিতে তারা ফিরছেন। তবে ঈদের আগে ও পরে যানজটের কোন দুর্ভোগ বা ভোগান্তি না থাকলেও ছোট ছোট যানবাহনে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ করেন যাত্রীরা। 

তবে ফেরি ও লঞ্চ সার্ভিস বেশি থাকায় তেমন কোন দুর্ভোগে পড়তে হয়নি তাদের। দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১৫টি ফেরি ও ২০টি লঞ্চ চলাচল করছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি