ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

কাতার থেকে ফিরলেন ৩৯৮ বাংলাদেশি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০৭, ২৫ জুলাই ২০২০

Ekushey Television Ltd.

বৈশ্বিক মহামারি করোনায় কাতারে আটকা পড়া ৩৯৮ বাংলাদেশি ফিরেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে কাতারের রাজধানী দোহা থেকে দেশে ফিরেছেন তারা। এ তথ্য নিশ্চিত করেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার।

শনিবার (২৫ জুলাই) সকাল সোয়া ৬টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান বাংলাদেশিরা।
 
জানা গেছে, বৈশ্বিক মহামারি করোনায় কাতারে আটকা পড়েন এসব বাংলাদেশি। ফ্লাইট চলাচল বন্ধ থাকায় বাংলাদেশ ও কাতার সরকারের সহযোগিতায় দেশে ফেরেন ৩৯৮ বাংলাদেশি নাগরিক। কাতারে কর্মরত প্রবাসী বাংলাদেশিরাও রয়েছেন ফেরার তালিকায়। 

কোভিড-১৯ সংক্রান্ত দু’দেশের সরকারের নির্দেশনা অনুযায়ী ভ্রমণ করায় কাউকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হয়নি বলেও জানান এ কর্মকর্তা। 

এর আগে গত ১১ জুন কাতার থেকে দেশে ফিরে আসেন ৪০৯ জন বাংলাদেশি। সেই সময়েও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে তাদেরকে দেশে আনা হয়।

এএইচ/এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি