ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

কাতার বিশ্বকাপ বাতিলের দাবি ৬ আরব দেশের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:১২, ১৭ জুলাই ২০১৭ | আপডেট: ২২:৩৫, ১৭ জুলাই ২০১৭

Ekushey Television Ltd.

স্বাগতিক দেশ হিসেবে ২০২২ সালের বিশ্বকাপে কাতারের নাম বাতিলের জন্য বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছে লিখিত আবেদন জানিয়েছেন ছয়টি আরব দেশ। দেশ ছয়টি হলো সৌদি আরব, ইয়েমেন, মৌরিতানিয়া, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিসর।

এ ছয়টি দেশ গত মাসে কাতারের সাথে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছিল। সুইজারল্যান্ডভিত্কি সংসাদমাধ্যম দ্য লোকাল সূত্রে এ তথ্য জানা গেছে।

ছয়টি দেশ ফিফা কোড এর আর্টিকেল ৮৫’র রেফারেন্স দিয়ে কাতারকে বাতিলের দাবি জানিয়েছে। ওই ধারায় জরুরি ক্ষেত্রে ফিফা যেকোনো ধরনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখে।

দেশগুলোর দাবি, মধ্যপ্র্যাচ্যের দেশ হিসেবে কাতারে ‘সন্ত্রাসবাদ’ দিনে দিনে চরম পর্যায়ে চলে যাচ্ছে।

ফিফা সভাপতি গিয়ান্নি ইনফানতিনো ছয়টি দেশের কাতার বিশ্বকাপের বিপক্ষে এই দাবির বিষয়টি নিশ্চিত করেছেন। যদিও ফিফা এ সংক্রান্ত আনুষ্ঠানিক কোনো মন্তব্য করতে রাজী হয়নি। ফিফার এক মুখপাত্র জানিয়েছেন, ফিফা সভাপতি এই ধরনের কোনো চিঠি এখনও পাননি। ফিফা প্রতিনিয়ত ২০২২ কাতার বিশ্বকাপের স্থানীয় আয়োজক কমিটির সাথে যোগাযোগ রাখছে।

এদিকে মিসরীয় ফুটবল ফেডারেশনের একটি সূত্র দ্য লোকালকে জানিয়েছে, তারা কাতার বিশ্বকাপ বাতিলের দাবি সংক্রান্ত চিঠি ফিফার কাছে পাঠিয়েছে।

এর আগে ১৯৮৬ সালে প্রথম কলম্বিয়াকে বিশ্বকাপ আয়োজনের স্বাগতিক হিসেবে মনোনয়ন দিলেও পরবর্তীতে বিভিন্ন ইস্যুতে তাদের কাছ থেকে সরিয়ে সেই স্বত্ব মেক্সিকোকে দেওয়া হয়েছিল।

ডব্লিউএন

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি