ঢাকা, রবিবার   ২৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কাপ্তাই হ্রদে কার্প জাতীয় মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩১, ৪ মে ২০১৭ | আপডেট: ১৮:১২, ৪ মে ২০১৭

Ekushey Television Ltd.

রাঙামাটির কাপ্তাই হ্রদে কার্প জাতীয় মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ।
এর আগে রাঙামাটি মৎস্য উন্নয়ন কর্পোরেশন কার্যালয় প্রাঙ্গনে এ উপলক্ষে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। কাপ্তাই হ্রদের দুষণ রোধ করা না গেলে মাছের এই বৃহত্তর বিচরণ ক্ষেত্র ভবিষ্যতে বিপর্যয়ের সম্মুখীন হবে বলে আশংকা প্রকাশ করেন প্রতিমন্ত্রী। হ্রদের মাছ আহরণের সময় মাছের পোনা নিধন না করারও আহ্বান জানান তিনি।  


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি