ঢাকা, বৃহস্পতিবার   ১৮ সেপ্টেম্বর ২০২৫

কাবুল বিমানবন্দরের নিরাপত্তার বিষয়ে তুরস্ক-যুক্তরাষ্ট্র একমত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১৫, ১০ জুলাই ২০২১

Ekushey Television Ltd.

আফগানিস্তান থেকে মার্কিন সৈন্য প্রত্যাহারের পর তুর্কী বাহিনীর নিয়ন্ত্রণে কাবুল বিনানবন্দর কিভাবে সুরক্ষিত রাখা যায় সে বিষয়ে ওয়াশিংটন ও আঙ্কারা একমত হয়েছে।
 
শুক্রবার (৯ জুলাই) এ কথা জানান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোগান।

আগামী মাসে মার্কিন সৈন্য প্রত্যাহারের পর কাবুল বিমানবন্দরের নিরাপত্তা দিতে তুরস্ক সম্মত হয়েছে। এটি ওয়াশিংটন ও আঙ্কারার মধ্যকার সম্পর্ক উন্নয়নের একটি উদাহরণ হিসেবে প্রশংসিত হয়েছে।
 
এরদোগান বলেন, বৃহস্পতিবার বিষয়টি নিয়ে তুরস্ক ও মার্কিন প্রতিরক্ষামন্ত্রী কথা বলেছেন। তিনি বলেন, আমেরিকা ও ন্যাটোর সাথে আলোচনাকালে মিশনের সুযোগ এবং আমরা কি গ্রহণ করবো, কি করবো না তা নিয়ে সিদ্ধান্ত নিয়েছি।

জুন মাসে ব্রাসেলসে অনুষ্ঠিত ন্যাটো সম্মেলনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে এরদোগানের বৈঠকের প্রেক্ষিতে এ উদ্যোগ নিয়ে এগিয়ে এসেছে তুরস্ক।

এদিকে হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তায় নেতৃস্থানীয় ভূমিকা পালনে তুরস্কের স্পষ্ট অঙ্গীকারের প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র।

উল্লেখ্য, পশ্চিমা কুটনীতিক ও ত্রাণ কর্মীরা মূলত কাবুল বিমানবন্দর ব্যবহার করে থাকেন। কিন্তু মার্কিন সৈন্য প্রত্যাহারের পর এটি তালেবানের হাতে পড়ে কিনা তা নিয়ে মূল উদ্বেগের প্রেক্ষাপটে ন্যাটো চাচ্ছিল দ্রুতই এর সমাধান হোক।

এদিকে, ২০০১ সাল থেকে আফগানিস্তানে শত শত সামরিক সদস্য মোতায়েন করে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে তুরস্ক।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি