ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

কার সঙ্গে এমন অন্তরঙ্গ মিমির

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:১৪, ১১ মার্চ ২০১৮ | আপডেট: ১১:৪৭, ১৩ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

কয়েকদিন আগেই ঝড় তুলেছিল রাজ-শুভশ্রীর এনগেজমেন্টের খবরে। এবার ঝড় তুললো মিমির অন্তরঙ্গ একটি ছবির। টুইটারে এমন এক ছবি মিমি পোস্ট করেছেন যে, অন্যান্য সব খবরই সেখানে ম্লান হয়ে যাচ্ছে।

এ কি সত্যি মিমি? নাকি অন্য কেউ? মিমি যদি হন তাহলে কার সঙ্গে এমন অন্তরঙ্গ অবস্থায়? নাকি কোনও ছবির প্রচারের জন্যই এমন টুইট? একসঙ্গে বহু কিছু মাথায় ঘুরপাক খাচ্ছে? বেশ কিছুক্ষণ এমনই ঘুরপাকের পর উত্তর অবশেষে পাওয়া গেল যখন অভিনেতা যশও একই ছবি টুইট করলেন।

পাওয়া গেল বাকি তথ্য। আসলে, পথিকৃৎ বসুর নতুন ছবি তু হি মেরা হিরো-তে একসঙ্গে দেখা দিতে চলেছেন দুই তারকা। আর তার আগেই বলা যেতে পারে হালকা উসকে দেওয়া হল চাপা আগুনকে। এ তো গেল মিডিয়ার ব্যাখ্যা। তবে সমালোচক মহল কিন্তু অন্য কথাই বলছে। রাজ-শুভশ্রীর পর তাহলে কি এবার এই জুটিও কোনও খবর দিতে চলেছে? এ প্রশ্নটা আপাতত প্রশ্নের পর্যায়েই না হয় থাকুক, কি বলেন!

এসি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি