ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

কিয়েভের উত্তর-পশ্চিমে চলছে তীব্র লড়াই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫৩, ৯ মার্চ ২০২২

Ekushey Television Ltd.

ইউক্রেনের রাজধানী কিয়েভের উত্তর ও উত্তর পশ্চিমদিকে রুশ বাহিনীর অব্যাহত আক্রমণের মুখে সেখানে প্রচণ্ড লড়াই চলছে বলে জানা গেছে।

বিবিসির একজন সংবাদদাতা জানাচ্ছেন, বিশেষ করে পশ্চিম দিকে তীব্র লড়াই হচ্ছে।

সেখানে ইউক্রেনের চেকপয়েন্টগুলোর ওপর অব্যাহতভাবে মর্টারের গোলাবর্ষণ হচ্ছে, তবে ইউক্রেনের সৈন্যরা বলছে তারা তাদের অবস্থান ধরে রেখেছে এবং রুশ অগ্রাভিযান ঠেকিয়ে দিচ্ছে।

ইউক্রেনের পার্লামেন্টের একজন সদস্য ইনা সোভসান বলেন, রুশরা উল্লেখযোগ্য কোন অগ্রগতি ঘটাতে হিমশিম খাচ্ছে।

ইউক্রেনের কর্তৃপক্ষ আরো বলছে, সংঘাতে এ পর্যন্ত ৫২টি শিশু নিহত হয়েছে।

এদিকে ইউক্রেনের সুমি শহরে রাশিয়ার বিমান হামলায় তিন শিশুসহ অন্তত ২২ জন নিহত হয়েছে। 

সুমির আঞ্চলিক গর্ভনর দিমিত্রো যাইভিৎস্কি বলেছেন, মঙ্গলবার সারা রাত ধরে একটি আবাসিক এলাকায় বোমা ফেলেছে রাশিয়া। ওই ঘটনাকে তিনি ‘গণহত্যা’ বলে বর্ণনা করেছেন।

বিবিসি ইউক্রেনকে তিনি বলেছেন, ‘'এক রাতেই তিনটি বোমা...এটা ছিল ভয়াবহ একটি রাত।’

একটি বাড়িতে নয়জন নিহত হয়েছে। ছয়টি বাড়ি ধ্বংস হয়ে গেছে, আরও অন্তত ২০টি বাড়ি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এর আগে শহর কর্তৃপক্ষ জানিয়েছিল, প্রায় পাঁচ হাজার মানুষকে সুমি থেকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে।

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি