ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

কুইন্সপার্কে উড়বে বাংলাদেশের জাতীয় পতাকা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৩৪, ২৫ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

কানাডার অন্টারিও প্রভিন্সিয়াল পার্লামেন্টের সামনে আগামী বুধবার উড়বে বাংলাদেশের জাতীয় পতাকা। স্বাধীনতা দিবস ও অন্টারিও সরকার ঘোষিত বাংলাদেশ হ্যারিটেজ মাস উদযাপন উপলক্ষে এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে জানা গেছে।

বাংলাদেশ সেন্টার অ্যান্ড কমিউনিটি সার্ভিসেস (বিসিসিএস) অন্টারিও সরকারের সাথে এই অনুষ্ঠানের সামগ্রিক সমন্বয় করছে।

বাংলাদেশ সেন্টার অ্যান্ড কমিউনিটি সার্ভিসেস (বিসিসিএস) এর আহবানে সাড়া দিয়ে অন্টারিও প্রভিন্সিয়াল সরকার কুইন্সপার্কে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলনের সিদ্ধান্ত নেয়।

কুইন্স পার্কের লেজিসলেটিভ বিল্ডিং-এর সামনে, (১১১ ওয়েলেসলি স্ট্রিট, টরন্টো, অন্টারিও, এম৭এ ১এ২) আগামী বুধবার বেলা ১২টায় বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হবে। অটোয়ায় বাংলাদেশ হাইকমিশনার মিজানুর রহমান এতে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

বাংলাদেশ সেন্টার অ্যান্ড কমিউনিটি সার্ভিসেস (বিসিসিএস) এক বিবৃতিতে পতাকা উত্তোলন অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য কমিউনিটির সবাইকে অনুরোধ জানিয়েছেন।

কেআই/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি