ঢাকা, শুক্রবার   ০৮ আগস্ট ২০২৫

কুনিও হোশিসহ হলি-আর্টিজান হত্যাকাণ্ডের বিচার দ্রুত শেষ করার তাগিদ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩১, ২৫ মে ২০১৭ | আপডেট: ২০:৩৭, ২৫ মে ২০১৭

Ekushey Television Ltd.

রংপুরে জাপানী নাগরিক কুনিও হোশি সহ হলি আর্টিজানে হত্যাকাণ্ডের ঘটনায় দ্রুত বিচার কার্যক্রম শেষ করার তাগিদ দিয়েছে জাপানের আন্তর্জাতিক উন্নয়ন সহযোগি সংস্থা- জাইকা। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ’কথা জানিয়েছেন। তিনি বলেন, সার্বিক বিচার কাজ ও বর্তমান নিরাপত্তা ব্যবস্থায়ও সন্তোষ প্রকাশ করেছেন জাইকার প্রেসিডেন্ট।
দুপুরে নিজ মন্ত্রণালয়ে জাইকার প্রেসিডেন্ট সিনিচি কিতাওয়াকার সঙ্গে বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী এ’সব কথা জানান। মন্ত্রী বলেন, জাইকার যে সব প্রকল্প রয়েছে তা যথারীতি চলবে এবং ভবিষ্যতেও বাংলাদেশে উন্নয়ন কাজ অব্যাহত রাখবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জাইকা চাইলে তাদের সদস্যদের জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করবে সরকার।

সিংক: স্বরাষ্ট্রমন্ত্রী


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি