ঢাকা, বুধবার   ১৬ জুলাই ২০২৫

কুমিল্লায় নিহত ইটভাটার ১৩ শ্রমিকের লাশ হস্তান্তর (ভিডিও)

প্রকাশিত : ১৭:১২, ২৬ জানুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

কুমিল্লায় ট্রাক দুর্ঘটনার শিকার ১৩ শ্রমিকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। নীলফামারীর জলঢাকায় হতভাগ্যদের কফিন পৌঁছার পর, শোকে ভারী হয়ে ওঠে পরিবেশ। তাদের প্রত্যেকের পরিবারকে এক লাখ টাকা দেয়ার ঘোষণা দিয়েছে শ্রম মন্ত্রণালয়। এদিকে, এ ঘটনায় ট্রাকের চালক ও হেল্পারের বিরুদ্ধে মামলা হয়েছে।

কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রাক উল্টে নিহত ইটভাটার ১৩ শ্রমিকের মরদেহ আসছে-- এ খবরে নীলফামারীর জলঢাকা উপজেলার শিমুলবাড়ি ইউনিয়নে জড়ো হন স্থানীয়রা।

সকাল থেকে রাজবাড়ি কর্নময়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ ও আশপাশে অপেক্ষা করতে থাকেন তারা। আটটার দিকে পৌঁছে কফিনবাহী গাড়ি, তখন শোকে স্তব্ধ প্রতিটি মানুষ।

এর পর প্রশাসনের উপস্থিতিতে শুরু হয় হতভাগ্য শ্রমিকদের মরদেহ হস্তান্তর। একে একে তা বুঝে নেন স্বজন ও প্রতিবেশীরা।

আপনজনের নিথর দেহের কফিন দেখে কান্নায় ভেঙ্গে পড়েন স্বজনরা।

নিহত প্রত্যেকের পরিবারকে ২০ হাজার টাকা, একটি কম্বল ও শুকনো খাবার দেন জেলা প্রশাসক।

এদিকে, নিহত প্রতি শ্রমিকের পরিবারকে এক লাখ টাকা, এবং আহতদেরকে ৫০ হাজার টাকা দেয়ার ঘোষণা দিয়েছে শ্রম মন্ত্রণালয়।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি