Ekushey Television Ltd.

কুমিল্লায় যুবককে গলা কেটে হত্যা, গণপিটুনিতে ঘাতক নিহত

প্রকাশিত : ১১:২৫ ৯ মে ২০১৯

কুমিল্লায় জানাজা নামাজে অংশ নিয়ে বাড়ি ফেরার পথে আলী আকবর নামে একজনকে গলা কেটে হত্যা করা হয়েছে। এ সময় পালাতে গিয়ে গণপিটুনিতে নিহত হন ঘাতক।

বুধবার রাতে সদর উপজেলার বালুতুপা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আলী আকবর স্থানীয় বাসিন্দা মৃত চারু মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় এক ব্যক্তির জানাজায় অংশ নিয়ে বাড়ি ফেরার পথে আলম নামে এক যুবক আলী আকবরের গলায় ছুরিকাঘাত করে পালিয়ে যেতে চেষ্টা করে।

এসময় এলাকাবাসী ঘাতককে ধরে গণপিটুনি দেন। পরে তাকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

কুমিল্লা কোতোয়ালি থানার ওসি আবু ছালাম মিয়া জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরেই এ হত্যাকাণ্ড। তদন্তসাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

© ২০১৯ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি