ঢাকা, বুধবার   ০২ জুলাই ২০২৫

কুমিল্লা ক্লাবের ঈদ পূনর্মিলনী

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ১১:৩৫, ১৫ সেপ্টেম্বর ২০১৯ | আপডেট: ১১:৪৪, ১৫ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

কুমিল্লা ক্লাবে ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে কুমিল্লা ক্লাব মিলনায়তনে ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য (কুমিল্লা-৬) ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহাউদ্দিন বাহার।

জেলা প্রশাসক মো. আবুল ফজল মীরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আদর্শ উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম টুটুল, অধ্যক্ষ হাসান ইমাম ফটিক, কুমিল্লা ক্লাবের সাধারণ সম্পাদক মহিবুস সামাদ মহি প্রমুখ।

পরে স্থানীয় ও আমন্ত্রিত শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
এমএস/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি