ঢাকা, মঙ্গলবার   ২০ জানুয়ারি ২০২৬

কুমিল্লা-৩ আসনে বিএনপির প্রার্থী কায়কোবাদের প্রার্থিতা বহাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:২৮, ১৯ জানুয়ারি ২০২৬

Ekushey Television Ltd.

কুমিল্লা-৩ আসনে বিএনপির প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের প্রার্থিতা বহালের সিদ্ধান্ত দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। 

আজ সোমবার তার মনোনায়নপত্র বৈধতার বিরুদ্ধে করা আপিল নামঞ্জুর করে কমিশন প্রার্থিতা বহাল থাকবে বলে সিদ্ধান্ত দেয়। 

রিটার্নিং অফিসার কর্তৃক তার মনোনয়নপত্র বৈধ ঘোষণার বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগে ইসিতে আপিল করে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. ইউসুফ সোহেল। 

রোববার ইসিতে আপিল শুনানি শেষ হলেও কায়কোবাদের বিরুদ্ধে করা আপিলের সিদ্ধান্ত অপেক্ষমান রাখা হয়। সোমবার তার বিরুদ্ধে করা আপিল নামঞ্জুর করে সিদ্ধান্ত জানায় নির্বাচন কমিশন। 

এতে কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের মনোনয়ন বৈধতা বহাল রয়েছে। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি