অবশেষে অটোরিকশা চালক মিলনের খুনিরা ধরা পড়লো
প্রকাশিত : ২১:৫১, ১৯ জানুয়ারি ২০২৬
সাভারের একটি হাউজিং থেকে অটোরিকশা চালক মিলন মিয়ার ৩৮ টুকরো হাড় উদ্ধারের ঘটনায় তিন খুনিকে গ্রেফতার করেছে পুলিশ ইনভেস্টিগেশন ব্যুরো (পিবিআই) ঢাকা জেলার একটি টিম। পরে তাদের থানা পুলিশে হস্তান্তর করা হয়।
সোমবার (১৯ জানুয়ারি ) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানান পিবিআই ঢাকা জেলার উপ পরিদর্শক জুনায়েদ হোসেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, অটোরিকশা চালক মিলন হত্যাকাণ্ডের ঘটনায় সাভারের আক্রান বাজার থেকে গত শুক্রবার গ্রেফতার করা হয় হত্যাকাণ্ডে জড়িত মোঃ রনি মিয়াকে। তার দেওয়া তথ্য মতে পিবিআই শনিবার গাজীপুরে অভিযান চালিয়ে গ্রেফতার করে এরশাদ আলী ও আবুল কালামকে। এ সময় তাদের কাছ থেকে মিলন মিয়ার অটোরিকশাটি উদ্ধার করা হয়। মূলত এই দুজনের কাছেই মিলনের চুরি করা অটোরিকশাটি বিক্রি করেছিল খুনিরা।
এর আগে এই ঘটনায় থানা পুলিশ সুমন নামে আরও একজনকে গ্রেফতার করে। মূলত রনি মিয়া ও সুমন মিলে নগদ টাকার প্রয়োজনীয়তায় এ হত্যাকান্ড ঘটায় বলে প্রাথমিকভাবে তারা স্বীকারোক্তি দিয়েছে বলে জানায় পুলিশ।
গত ২৯ সেপ্টেম্বর অটোরিকশা চালক মিলন মিয়া রিক্সা নিয়ে বিকেলে ঘর হতে বেরিয়ে আর না ফেরায় পরেরদিন আশুলিয়া থানায় মা জোসনা বেগম একটি সাধারণ ডায়েরি করেন এবং পরবর্তীতে ১৮ নভেম্বর সুমনসহ অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে অপহরণের মামলা করেন।
১ ডিসেম্বর সাভারের আমিন হাউজিং মডেল টাউনের ভেতরে ৩৮ টুকরো হাড় ও কিছু কাপড় উদ্ধার করে পুলিশ। যা অটোরিকশা চালক মিলনের বলে সনাক্ত করে তার পরিবার।
পরবর্তীতে এ খুনের রহস্য উদঘাটনে দায়িত্ব পরে পিবিআই ঢাকা জেলার কাছে। তারা বিভিন্ন আলামত ও তথ্য প্রমাণের ভিত্তিতে অনুসন্ধানের পর গ্রেফতার করে এই তিনজনকে।
এএইচ
আরও পড়ুন










