ঢাকা, রবিবার   ১১ জানুয়ারি ২০২৬

কুড়িগ্রামে প্রাথমিকের প্রশ্নফাঁস ও ডিভাইসসহ আটক ১২

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত : ১৯:২২, ৯ জানুয়ারি ২০২৬

Ekushey Television Ltd.

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা শুরুর আগেই কুড়িগ্রামের নাগেশ্বরীতে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ১২ জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৯ জানুয়ারি) দুপুর ২টা থেকে ৩টার মধ্যে গোপন সংবাদের ভিত্তিতে নাগেশ্বরী উপজেলা পরীক্ষা কেন্দ্রের পাশের একটি বাসায় অভিযান চালিয়ে প্রশ্নপত্রের ফটোকপি ও ডিভাইসসহ তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিদের মধ্যে দুজনের বাড়ি মাদারীপুর জেলায়, একজনের কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় এবং বাকি সাতজনের বাড়ি নাগেশ্বরী উপজেলায় বলে জানিয়েছে পুলিশ।

আটকদের মধ্যে মিনারুল ইসলাম নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক বলে জানা গেছে।

নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ হিল জামান জানান, পরীক্ষা শুরুর আগে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রশ্নপত্র ফাঁসের প্রস্তুতিকালে ১১ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের কাছ থেকে প্রশ্নপত্রের ফটোকপি ও ডিভাইস উদ্ধার করা হয়েছে। তবে পরীক্ষাকেন্দ্রে দেওয়া প্রশ্নপত্রের সঙ্গে আটককৃতদের কাছ থেকে পাওয়া প্রশ্নপত্রের মিল রয়েছে কি না, তা এখনো যাচাই করা হয়নি।

এ ছাড়া কুড়িগ্রাম সদরের কাঁঠালবাড়ী ডিগ্রি কলেজ কেন্দ্রের পাশ থেকে ডিভাইসসহ একজনকে আটক করা হয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এদিন বিকেল ৩টায় কুড়িগ্রামের নাগেশ্বরী, সদর ও উলিপুর উপজেলার ৩৮টি কেন্দ্রে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা শুরু হয়। পরীক্ষায় অংশ নেন ২৪ হাজার ২৭৪ জন পরীক্ষার্থী।

পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতি ২৫ জন পরীক্ষার্থীর জন্য একজন করে পরিদর্শক নিয়োজিত রয়েছেন। প্রতিটি কেন্দ্রে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। পাশাপাশি পরীক্ষা চলাকালে কেন্দ্রের আশপাশে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি