ঢাকা, শুক্রবার   ০৮ আগস্ট ২০২৫

কুড়িগ্রামে মুক্তিযোদ্ধা হত্যার ১ বছর আজ

প্রকাশিত : ১৫:০৩, ২২ মার্চ ২০১৭ | আপডেট: ১৫:০৩, ২২ মার্চ ২০১৭

Ekushey Television Ltd.

কুড়িগ্রামে মুক্তিযোদ্ধা হোসেন আলীর হত্যার ১ বছর আজ। ২০১৬ সালের ২২ মার্চ কুড়িগ্রাম সদরের গাড়িয়াল পাড়া এলাকায় সকালে নিজবাড়ির সামনে তাকে কুপিয়ে হত্যা করে জেএমবির জঙ্গিরা। এঘটনায় গেল বছর ৭ নভেম্বর ১০জেএমবি সদস্যকে অভিযুক্ত করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চার্জশীট দাখিল করে পুলিশ। এদের মধ্যে হোলি আর্টিজানে খাইরুল ইসলাম, শোলাকিয়ায় মো. শফিউল আলম, পুলিশের সাথে বন্দুকযুদ্ধে মো. নজরুল ইসলাম এবং সাদ্দাম নিহত হয়েছে। আরো ৪ জেএমবি সদস্যকে পুলিশ গ্রেফতার করলেও বাকি ২ আসামী এখনও পলাতক রয়েছে। হত্যাকান্ডের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছে নিহত মুক্তিযোদ্ধার পরিবার।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি