ঢাকা, শনিবার   ১৭ মে ২০২৫

কুয়াকাটায় শুরু হচ্ছে রাস উৎসব

কুয়াকাটা প্রতিনিধি

প্রকাশিত : ১৭:২৪, ২৫ নভেম্বর ২০২৩

Ekushey Television Ltd.

রোববার থেকে পটুয়াখালীর কলাপাড়া ও কুয়াকাটায় শুরু হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী অন্যতম ধর্মীয় উৎসব রাস মেলার আনুষ্ঠানিকতা।

আয়োজকদের ধারণা ৫ দিনব্যাপী এ উৎসবে আগমন ঘটবে লাখ লাখ পুণ্যার্থীর। তাই কুয়াকাটা রাধা কৃষ্ণ মন্দির ও কলাপাড়া শ্রী শ্রী মদনমোহন সেবাশ্রম সাজানো হচ্ছে নতুন সাজে।

চলছে সে সময় প্রস্তুতি। কারিগরদের রং, তুলির নিপুন ছোঁয়ায় সাজিয়ে তোলা হচ্ছে ১৮ জোড়া যুগল প্রতিমা। ২৭ নভেম্বর ভোরে কুয়াকাটা সৈকতে অনুষ্ঠিত হবে গঙ্গা স্নান বা পূর্ণ স্নান।

এ অনুষ্ঠানকে ঘিরে সৈকতে বসবে শতাধিক অস্থায়ী দোকান। তাই আগতদের সার্বিক নিরাপত্তা সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে উপজেলা প্রশাসন। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে প্রস্তুত রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি