ঢাকা, শুক্রবার   ১৮ জুলাই ২০২৫

কৃষিতে প্রণোদনার ফলে উৎপাদন বেশি হচ্ছে: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৮:৩৩, ১৪ জুন ২০১৯

Ekushey Television Ltd.

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘কৃষককে প্রণোদনা দেওয়ার ফলে উৎপাদন বেশি হচ্ছে। অতীতে এত উৎপাদন হয়নি।’ শুক্রবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে প্রশ্নোত্তর পর্বে এসব কথা বলেন শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, ধানের উৎপাদনে যে পরিমান প্রনোদনা দেওয়া হয় তাতে কৃষকের কমই খরচ হয়। তাদের প্রনোদনা দেওয়া হচ্ছে বলে বেশি উৎপাদন হচ্ছে। অতীতে কখনও এমন উৎপাদন হয়নি। কৃষককে ৬০ থেকে ৭০ শতাংশ প্রণোদনা দেওয়া হচ্ছে।

ধান সরকার ক্রয় করছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ধান ক্রয় শুরু করেছে সরকার। প্রায় ৪ লাখ মেট্রিকটন ধান আরও ক্রয় করবে সরকার। সংরক্ষণের জন্য গুদামও নির্মান করা হচ্ছে।

এমএস/আরকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি