ঢাকা, বৃহস্পতিবার   ০৩ জুলাই ২০২৫

কেরানীগঞ্জে টুপি তৈরির কাজে ব্যস্ত কারিগররা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৬, ২০ জুন ২০১৭ | আপডেট: ১৩:২০, ২০ জুন ২০১৭

Ekushey Television Ltd.

ঈদকে সামনে রেখে কেরানীগঞ্জে টুপি তৈরির কাজে ব্যস্ত কারিগররা। নাওয়া-খাওয়া ভুলে দিনরাত কাজ করছেন তারা। টুপি ব্যবসায়ীরা জানান উন্নত মান আর হরেক রকম ডিজাইন দেখে অন্যান্য বছরের তুলনায় এবার ঈদে দেশে ও বিদেশে টুপির চাহিদা বেড়ে গেছে।

সারাবছর কমবেশি চাহিদা থাকলেও রোজা ও ঈদ এলে টুপির চাহিদা বেড়ে যায় কয়েকগুণ। আর তাই এই সময়টাতে কেরানিগঞ্জে দিন-রাত টুপি তৈরীতে ব্যস্ত থাকেন কারিগররা। এবার ঈদে টুপির চাহিদা বেড়ে যাওয়ায় তারা তৈরি করছেন নানা রঙ আর ডিজাইনের টুপি।

ঢাকার কেরানীগঞ্জে রয়েছে ছোট বড় পাঁচটি টুপি তৈরির কারখানা। এতে কাজ করেন প্রায় ৪শ’ শ্রমিক। শ্রমিকরা জানান ঈদের আগ মুহুর্ত পর্যন্ত চলবে এ কাজ।

দামে কম এবং মান উন্নত হওয়ায় এসব টুপি ঈদে দেশের চাহিদা মিটিয়ে যাচ্ছে সৌদি আরব, ওমান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ভুটান, ভারতসহ বিভিন্ন দেশে।
অন্যান্য বছরের চেয়ে এবার ঈদে লাভ অনেক বেশি হবে আশা ব্যবসায়ীদের।

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি