‘কোনো বিশেষ দেশের পর্যবেক্ষক যেন নির্বাচনে মাতব্বরি না করে’
প্রকাশিত : ১০:৩০, ৩১ জানুয়ারি ২০২০ | আপডেট: ১০:৩৩, ৩১ জানুয়ারি ২০২০

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে কোনো বিশেষ দেশের পর্যবেক্ষক যেন নির্বাচনে এসে মাতব্বরি না করার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচ টি ইমাম।
তিনি বলেন, ভোটের পরিবেশ কন্ট্রোলে আছে। কোনো বিশেষ দেশের পর্যবেক্ষক যেন নির্বাচনে এসে মাতব্বরি না করে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে নির্বাচন কমিশনের সঙ্গে আওয়ামী লীগের প্রতিনিধি দলের বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
এইচ টি ইমাম বলেন, দেশি-বিদেশি পর্যবেক্ষকরা যেন নিয়মকানুন মেনে নির্বাচন পর্যবেক্ষণ করেন সেই বিষয়ে নির্বাচন কমিশনকে (ইসি) অবহিত করা হয়েছে।
তিনি বলেন, নির্বাচনের সার্বিক অবস্থা ভালো। আমাদের সহযোগিতার জন্য সেটা হয়েছে। পর্যবেক্ষকদের বিষয়ে কিছু কথা বলেছি। তারা যেন নিয়ম-কানুন মেনে চলেন। বিশেষ দেশের কেউ যেন এখানে মাতব্বরি না করেন। অন্যান্য দেশে এমন কোনো সুযোগ নেই। অন্য দেশে তাদের অনেক বিধি-নিষেধ থাকে।
এইচটি ইমাম আরো বলেন, আমরা নিজস্ব ব্যয়ে বড় বড় প্রজেক্ট করতে পারি। আমরা এ উচ্চতায় এসে গণতান্ত্রিক রীতি নীতি ও নির্বাচন ব্যবস্থায় আমরা যে পরিবর্তন এনেছি, এগুলো অন্যরা মেনে চলুক। আমরা চাই, সুষ্ঠুভাবে তারাও নির্বাচন পর্যবেক্ষণ করুক এবং আন্তর্জাতিক কোড অব কনডাক্ট, নির্বাচন কমিশনের নির্ধারিত নিয়ম ও সংবিধান মেনে চলুক।
বিদেশি পর্যবেক্ষদের বিষয়ে তিনি বলেন, বিদেশি ডিপ্লোম্যাটদের ব্যাপারে যে নিয়ম আছে, সেটি এ দেশে নিযুক্ত তাদের কর্মকর্তা-কর্মচারীদের ব্যাপারে প্রযোজ্য হতে পারে না। কারণ তারা তো আমাদের দেশীয় মানুষ। তাদের বেলায় আইন যেভাবে আছে, ঠিক সেভাবেই যেন মেনে চলা হয়। তারা যেন মনে করেন না যে তারা অনেক কিছুই করতে পারেন।
বিএনপি নির্বাচন কমিশনকে হেয় করার চেষ্টা করছে মন্তব্য করে এইচটি ইমাম বলেন, অস্ত্রধারী ও বিভিন্ন মামলার আসামিদের ওপর বাড়তি নজরদারি রাখার তাগিদ ইসিকে দেয়া হয়েছে। পরিবেশ পুরোপুরি নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে রয়েছে।
আরও পড়ুন