ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ক্ষমা চাইলেন সালমান খান!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৮, ১৬ অক্টোবর ২০১৭ | আপডেট: ১৮:১৫, ১৬ অক্টোবর ২০১৭

Ekushey Television Ltd.

বিগ বস সিজন ১১ শুরু হওয়া থেকে শুধুই বিতর্ক আর বিতর্ক। বিতর্কিত রিয়েলিটি শো ক্রমশ আরও বিতর্কিত হয়ে উঠছে প্রতিনিয়ত। সপ্তাহ শেষে বিগ বসেউইকেন্ড কা ওয়ারএপিসোড নিয়ে হাজির হন সঞ্চালক বলিউড ভাইজান সালমান খান। শনিবারউইকেন্ড কা ওয়ারএপিসোড শুরু করার আগে সারমেয়দের কাছে ক্ষমা চাইলেন তিনি।

গত সপ্তাহে ‘উইকেন্ড কা ওয়ার’ এপিসোডে এক বিগ বস প্রতিযোগীকে কুকুরের সঙ্গে তুলনা করেছিলেন সালমান খান। তবে আশ্চর্যের বিষয় এটাই যে, কুকুরের সঙ্গে তুলনার জন্য তিনি মোটেই ওই প্রতিযোগীর কাছে ক্ষমা চাননি। পরিবর্তে ওই প্রতিযোগীর সঙ্গে কুকুরের তুলনা করায়, তাঁর মনে হয়েছে এতে সারমেয়দের সম্মানহানি হয়েছে। তাই তিনি সারমেয়দের কাছে ক্ষমা চেয়েছেন।

প্রসঙ্গত, গত সপ্তাহে প্রতিযোগী জুবেইর খানকে তিনি বলেছিলেন যে, ওই প্রতিযোগী বিগ বসের ঘরে যা করেছেন, তাতে কুকুরে পরিণত হবেন।

 

সূত্র : জি নিউজ

 

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি