ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

খাগড়াছড়িতে সাতজন নিহতের ঘটনায় তদন্ত কমিটি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৫, ১৯ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

খাগড়াছড়িতে দুই দফা গোলাগুলিতে সাত জন নিহতের ঘটনায় কমিটি গঠন করা হয়েছে। পাঁচ সদস্যের তদন্ত কমিটিকে ১৫ কর্মদিবসের মধ্যে তাদের প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবু ইউসুফের নেতৃত্বে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সদস্যদের মধ্যে আরও রয়েছেন- সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাসমুল তাবরিজ, অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাউদ্দিন, খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. নয়নময় ত্রিপুরা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একজন সহকারী পরিচালক।

এদিকে হত্যাকাণ্ডের প্রতিবাদে আগামীকাল সোমবার খাগড়াছড়িতে অর্ধদিবস সড়ক অবরোধের ডাক দিয়েছে পাহাড়ি সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)। এছাড়া আজ রোববার ইউপিডিএফ নেতাকর্মীসহ নিহতদের সমাহিত করার প্রস্তুতি চলছে। ইউপিডিএফের প্রচার বিভাগের প্রধান নিরন চাকমা এ তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গতকাল শনিবার সকালে খাগড়াছড়ির স্বর্নিভর বাজারে পাহাড়ি সংগঠন ইউপডিএফের এক কর্মসূচি শুরুর আগে সন্ত্রাসীদের গোলাগুলিতে ছয় জন নিহত হন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন রয়েছেন আরও তিনজন। পরে দুপুরের দিকে ইউপিডিএফ বিক্ষোভ মিছিল বের করলে ফের হামলার ঘটনা ঘটে। এ সময় শন কুমার চাকমা নামের একজন নিহত হন।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি