ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

‘খাদ্য নিরাপত্তা নিশ্চিতে কৃষি যান্ত্রিকীকরণের বিকল্প নেই’

সিকৃবি প্রতিনিধি

প্রকাশিত : ১৫:০৯, ২৪ আগস্ট ২০২১

Ekushey Television Ltd.

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ভিসি প্রফেসর ড. মো. মতিয়ার রহমান হাওলাদার বলেছেন, দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে হলে কৃষি যান্ত্রিকীকরণের কোনো বিকল্প নেই। আধুনিক বিশ্বের সাথে তাল মেলাতে হলে লাগসই প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। এগ্রিকালচার অ্যান্ড বায়োসিস্টেম ইঞ্জিনিয়ারিং ল্যাব উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ রাশেদ আল মামুনের সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক মো. জানিবুল আলম সোয়েবের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক প্রফেসর ড. মো. মোস্তফা সামছুজ্জামান এবং প্রক্টর ড. মো. তাওহীদ হাসান।

ল্যাব উদ্বোধন শেষে ড. রাশেদ অতিথিদের ল্যাবের আনুষঙ্গিক বিষয় সম্পর্কে অবহিত করেন।

উল্লেখ্য, উক্ত ল্যাব স্থাপনের ফলে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক ও গবেষকবৃন্দ বায়ো এনার্জি, সোলার এনার্জি, বর্জ্য ব্যবস্থাপনা, কৃষি যান্ত্রিকীকরণ, প্রিসিশন অ্যাগ্রিকালচার, ইমেজ প্রসেসিং, টি-প্রসেসিং টেকনোলজি ও এগ্রো রোবটিক্স বিষয়ক গবেষণা করতে পারবেন।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি