ঢাকা, বুধবার   ১৬ জুলাই ২০২৫

খুলনায় এক সঙ্গে দুই ব্যবসায়ীকে হত্যা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:২৭, ১৮ জানুয়ারি ২০১৯ | আপডেট: ২৩:৩৪, ১৮ জানুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

খুলনায় নিজ ঘরে লেদ কারখানার মালিক ও শ্রমিককে হত্যা করা হয়েছে। শুক্রবার রাত ১০টার দিকে নগরীর সোনাডাঙ্গা ট্রাক টার্মিনাল এলাকার একটি ভাড়া বাড়ি থেকে পুলিশ লাশ দুটি উদ্ধার করে। জোড়া খুনের ঘটনায় ওই এলাকায় আতঙ্ক দেখা দিয়েছে।

নিহত দুই জন হলেন সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকার লেদ মেশিনের ব্যবসায়ী আক্তার হোসেন ও কর্মচারী মেহেদী।

খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) এম এম শাকিলুজ্জামান জানান, সোনাডঙ্গা বাস টার্মিনাল এলাকার লেদ মেশিন ব্যবসায়ী আক্তার হোসেন ট্রাক টার্মিনাল এলাকায় অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মো. ইদ্রিস আলীর বাড়িতে ভাড়া থাকতেন।

শুক্রবার রাতে দুর্বৃত্তরা ওই বাসায় গিয়ে আক্তার হোসেন ও মেহেদীকে হত্যা করে। পরে আক্তার হোসেনের লাশ ঘরের আড়ায় ঝুলিয়ে দেয়। এছাড়া মেহেদীর লাশ ঘরের মধ্যে খাটের ওপর ফেলে রাখে। দুইজনকেই শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে কি কারণে হত্যা করা হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেননি তিনি।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি