ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

খুলনায় ‘বন্দুকযুদ্ধে’ দুজন নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫০, ১৭ জুলাই ২০১৭ | আপডেট: ১৪:৩০, ১৭ জুলাই ২০১৭

Ekushey Television Ltd.

খুলনা মহানগরে গত রাতে কথিত বন্দুকযুদ্ধে দুজন নিহত হয়েছেন। পুলিশের ভাষ্য, নিহত দুজনই হত্যা মামলার আসামি তালিকাভুক্ত সন্ত্রাসী।

নিহতরা হলেন - শহরের সোনাডাঙ্গা এলাকার বাসিন্দা মো. বাবু ওরফে ভুট্টু বাবু (৩৫) ও বাবলাদিয়া এলাকার মিজানুর রহমানের ছেলে মো. আল মাহমুদ (২৪)।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান গণমাধ্যমকে বলেন, নগরের প্রভাতী রেলওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে রোববার রাতে বন্দুকযুদ্ধে দুজন নিহত হন।

মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র মনিরা সুলতানা জানান, রাত দেড়টা থেকে আড়াইটার মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি