ঢাকা, শুক্রবার   ০৯ মে ২০২৫

খোকসায় গাঁজা চাষী ঘরজামাইয়ের কান্ড!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৩০, ২৬ সেপ্টেম্বর ২০২৩

Ekushey Television Ltd.

নিজ শ্বশুরবাড়ি গোয়াল ঘরের পাশে গাঁজার গাছ রোপন ও পরিচর্যা করার অপরাধে মোঃ আব্দুর রউফ (৪১) নামে এক কৃষককে গ্রেফতার করেছে খোকসা থানা পুলিশ। গ্রেপ্তারকৃত আব্দুর রউফ ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার দোহার গ্রামের খোরশেদ আলীর ছেলে। 

গত দুই বছর আগে শ্বশুর বাড়ি খোকসা উপজেলার শিমুলিয়া ইউনিয়নের ইসলামপুর গ্রামের মোঃ আমজাদ আলীর বাড়িতে ঘর জামাই হিসাবে কৃষিকাজ করেন। কৃষি কাজের আড়ালে নিজ বাড়ির আঙিনায় গাঁজা চাষ করার অপরাধে খোকসা থানার টহল পুলিশের একটি টিম মঙ্গলবার বেলা ১২ টার সময় গাঁজার গাছ সহ অভিযুক্ত আব্দুর রউফকে গ্রেফতার করা হয়। 

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোস্তফা হাবিবুল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযুক্ত আব্দুর রউফকে গ্রেফতার করা হয়েছে । এ ব্যাপারে খোকসা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে । যাতায়াতের সুবিধার্থে মহাসড়ক পাশে থাকায় খোকসা শিমুলিয়া ইউনিয়নে অপরাধ প্রবণতা বর্তমানে বেশি মাথা চাড়া দিয়ে উঠেছে বলে এলাকাবাসী জানায় ।
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি