ঢাকা, রবিবার   ২৭ জুলাই ২০২৫

গঠিত হল বাংলাদেশ পথমূকাভিনয় পরিষদ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০২, ২৯ মে ২০২১

Ekushey Television Ltd.

চলমান মূকাভিনয় চর্চায় আরো গতি সঞ্চারের লক্ষ্যে এবং সহজে মূকাভিনয়কে পরিবেশনযোগ্য করে তুলতে শুক্রবার (২৮ মে) রাত সাড়ে ৮টায় এক অন্তর্জাল সভায় সম্মিলিত মতামতের ভিত্তিতে বাংলাদেশ পথমূকাভিনয় পরিষদ গঠন করা হয়েছে।

সর্বজন শ্রদ্ধেয় নাট্য ও মূকাভিনয়জন জাহিদ রিপন আহ্বায়ক হিসেবে প্যান্টোমাইম মুভমেন্টের রিজোয়ান রাজন ও সদস্য সচিব হিসেবে বাংলাদেশ হুদা মাইম ক্লাবের সোহাগ আশরাফকে প্রস্তাব করেন এবং তা সকলে গ্রহণ করেন।

এছাড়া বাকি সদস্যরা হলেন- শিশির সিকদার (স্বপ্নদল), আসবাবীর রাফসান (সাইলেন্ট থিয়েটার), মাইম হাসান (মাইম ট্রুপ), এস.এ. টুটুল (মাইম আর্ট), রোমানা রুমা (মুক্তমঞ্চ নির্বাক দল), উবাইদুল্লাহ রিদওয়ান (ঢাকা ইউনিভার্সিটি মাইম এ্যাকশন)।

একই সাথে কমিটির পক্ষ থেকে জাহিদ রিপনকে প্রধান উপদেষ্টা হিসাবে বাংলাদেশ পথমূকাভিনয় পরিষদে যুক্ত করা হয়।

সকলের সহযোগিতায় বাংলাদেশের মূকাভিনয় আরো এগিয়ে যাওয়ার আশা প্রকাশ করে জাতীয়তাবাদ, মূল্যবোধ এবং মুক্তচিন্তাকে মূকাভিনয়ে প্রাসঙ্গিক করে তুলতে এই পথমূকাভিনয় পরিষদ প্রচেষ্টা চালিয়ে যাবে বলে সভায় মত প্রকাশ করা হয়।

উল্লেখ্য, কোভিড পরিস্থিতির উত্তরণ হলে জাতীয় সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে জানান হয়েছে।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি