ঢাকা, শুক্রবার   ০৮ আগস্ট ২০২৫

গত মৌসুমের চেয়ে ৩০সহস্রাধিক টন আম উৎপাদনের আশা রাজশাহীতে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০০, ২৫ মে ২০১৭ | আপডেট: ০৯:৩৯, ২৫ মে ২০১৭

Ekushey Television Ltd.

গত মৌসুমের চেয়ে এবার রাজশাহীতে প্রায় ৩০ হাজার টন বেশি আম উৎপাদনের আশা করছেন বাগান মালিক ও কৃষি কর্মকর্তারা। এই মৌসুমে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২ লাখ টনেরও বেশি। বেড়েছে রপ্তানি লক্ষ্যমাত্রাও। আগাম জাতের আম এরই মধ্যে বাজারে এলেও সুস্বাদু গোপাল ভোগ গাছ থেকে সংগ্রহ শুরু হয়েছে আজ থেকে।
রাজশাহী জেলায় রয়েছে প্রায় ১৭ হাজার হেক্টর জুড়ে আম বাগান। আম ধরেছে ১ লাখ ২৬ হাজার ৪৮০ গাছে। সরকারি নির্দেশনায় গোপাল ভোগ সংগ্রহ শুরু হয়েছে আজ থেকে। তবে এরিমধ্যেই অন্যান্য জাতের আম বাজারে এসে গেছে। ।
বিষমুক্ত আম উৎপাদনে এবার বেড়েছে ফ্রুট ব্যাগিং পদ্ধতির ব্যবহার। কারণ এই আমগুলোই যাবে বিদেশে।
কৃষি বিভাগ বলছে, গত মৌসুমে রাজশাহী থেকে ৩০ মেট্রিক টন আম রপ্তানী হয়েছিল। এবারের লক্ষমাত্রা ১০০ মেট্রিক টন।
আবহাওয়া অনুকুলে থাকায় মুকুল ও গুটি ঝরেছে কম। ফলে গাছে আমের পরিমাণও এবার বেশি। কালবৈশাখীতে কিছুটা ঝরে গেলেও লক্ষমাত্রা অর্জনে তার কোন প্রভাব পড়বেনা বলে জানিয়েছে কৃষি কর্মকর্তারা।

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি