ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, প্রকৌশলী নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫৪, ২৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ঝালকাঠি জেলার নলছিটিতে সড়কের পাশের একটি গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় জেলা পরিষদের সহকারী প্রকৌশলী সাইদুর রহমান (৪৭) নিহত হয়েছেন।

শনিবার রাত ৮টার দিকে ঝালকাঠি-বরিশাল আঞ্চলিক মহাসড়কের ঢাপর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 
বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম।

মৃত সাইদুর রহমান পটুয়াখালী জেলার বাউফল উপজেলার কাছিপাড়া এলাকার বাসিন্দা। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক স্ত্রী ও দুই শিশু সন্তান নিয়ে সাঈদুর রহমান ঝালকাঠি শহরের পৌরসভার সামনে ভাড়া থাকতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বরিশাল থেকে ঝালকাঠি আসার পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সাথে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। পরে এলাকাবাসীর সহযোগিতায় তাকে উদ্ধার করে ঝালকাঠি  সদর হাসপাতালে নেয়া হয়।  

পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নলছিটি থানার ওসি আব্দুস সালাম বলেন, দুমড়ে মুচড়ে যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। রাতেই নিহতের মৃতদেহ বরিশাল থেকে গ্রামের বাড়ি বাউফলে নেয়া হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি