ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫

গাজার নিরাপদ অঞ্চলকে টার্গেট করে হামলা, নিহত ৬০

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৭, ১৭ জুলাই ২০২৪

Ekushey Television Ltd.

গাজায় স্কুল ও নিরাপদ অঞ্চলকে টার্গেট করে হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। ২৪ ঘণ্টায় নিহত হয়েছে ৬০ ফিলিস্তিনি। 

গাজার দক্ষিণে ভূমধ্যসাগরের উপকূলে মাওয়াসি শহরটি মানবিক ‘নিরাপদ অঞ্চল’ হিসেবে ঘোষণা দিয়েছিল ইসরায়েলি বাহিনী। তাদের নির্দেশেই সেখানে আশ্রয় নেয় হাজার হাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনি। 

স্থানীয় সময় মঙ্গলবার ওই এলাকায় একটি পেট্রোল স্টেশনে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। নিহত হয় ১৭ ফিলিস্তিনি। 

অপর হামলাটি হয় মধ্য গাজার নুসেইরাত শরণার্থী ক্যাম্পে জাতিসংঘ পরিচালিত স্কুলে। সেখানে নিহত হয় আরও ১৬ জন। 

এদিন গাজায় ৪০টি বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। তাদের দাবি, হামাসকে নির্মূলে এসব হামলা চালিয়েছে তারা। 

জাতিসংঘের তথ্য মতে, গেল ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় সংস্থাটির বিভিন্ন স্থাপনায় ইসরায়েলি হামলায় অন্তত ৫৩৯ ফিলিস্তিনি নিহত হয়েছে। ৯ মাসে এ নিয়ে নিহত হয়েছে ৩৮ হাজার ৭শ’রও বেশি ফিলিস্তিনি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি