গাজীপুরে পাজেরো গাড়ির ধাক্কায় শ্রমিক নিহত
প্রকাশিত : ১৩:৫০, ২৬ এপ্রিল ২০২৫

গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পারাপারের সময় পাজেরো গাড়ির ধাক্কায় আজিজ নামে এক বেপারী শ্রমিক নিহত হয়েছেন।
শনিবার সকাল সাড়ে সাতটার দিকে বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ জানায়, সকাল সাড়ে সাতটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পারাপারের সময় ঢাকা থেকে ছেড়ে আসা একটি পাজারো জিব গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই ওই বেকারী শ্রমিক নিহত হন। এসময় গাড়িটি চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডের ওপর উঠে যায়। এতে গাড়িটি সামনের অংশ দুমড়ে মুছে যায়।
এতে গুরুতর আহত হয় ওই গাড়ির চালক। স্থানীয়রা চালককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
এএইচ
আরও পড়ুন