ঢাকা, বুধবার   ১৬ জুলাই ২০২৫

গোদাগাড়ীতে মাদক ব্যবসায়ীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার

প্রকাশিত : ১৪:৫৫, ১২ ফেব্রুয়ারি ২০১৯ | আপডেট: ১৫:২৪, ১২ ফেব্রুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় গুলিবিদ্ধ অবস্থায় মতিউর রহমান ওরফে মতি (৪০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তি মাদক ব্যবসায়ী ছিলেন বলে জানিয়েছেন গোদাগাড়ী থানার ওসি জাহাঙ্গীর আলম।

মঙ্গলবার সকালে উপজেলার দ্বিগ্রাম এলাকায় রাস্তার পাশে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। নিহতের বাড়ি গোদাগাড়ী পৌরসভার মাদারপুর রেলবাজার মহল্লায়। বাবার নাম সৈয়দ আলী।

ওসি জাহাঙ্গীর আলম জানান, লাশের বুকের বামপাশ ও কপালে দুইটি গুলির চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। তবে কে বা কে বা কারা মতিকে গুলি করে হত্যা করেছে তা নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে বলে জানান ওসি।

নিহত মতির স্ত্রী আমেনা বেগম মুক্তি বলেন, সোমবার সকালে তার ছেলেকে স্কুলে রেখে রাজশাহী যাবে বলে বাড়ি থেকে বের হয়। আর সকালে মৃত্যুর সংবাদ শুনতে পেয়েছি।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি