ঢাকা, রবিবার   ০৬ জুলাই ২০২৫

গোল্ডেন লায়ন জিতল ‘নোম্যাডল্যান্ড’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৯, ১৪ সেপ্টেম্বর ২০২০

Ekushey Television Ltd.

যুক্তরাষ্ট্র প্রবাসী চীনা নারী নির্মাতা ক্লোয়ি জাও। যার নির্মিত আলোচিত সিনেমা ‘নোম্যাডল্যান্ড’। সিনেমাটির গল্প ষাটোর্ধ্ব এক বিধবাকে ঘিরে। যে চরিত্রে অভিনয় করেছেন অস্কারজয়ী অভিনেত্রী ফ্রান্সেস ম্যাকডরম্যান্ড। এবার সেই সিনেমাটি জিতেছে- ভেনিস চলচ্চিত্র উৎসবের সর্বোচ্চ পুরস্কার ‘গোল্ডেন লায়ন’। আর এর মধ্যদিয়ে ১০ বছর পর ভেনিস উৎসবের সর্বোচ্চ সম্মান কোনো নারী নির্মাতার হাতে উঠল। 

ক্লোয়ি জাও ও ফ্রান্সেস ম্যাকডরম্যান্ড যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া থেকে জুম অ্যাপের মাধ্যমে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যুক্ত হন। যৌথভাবে সিলভার লায়ন জিতেছেন মেক্সিকান পরিচালক মিচেল ফ্রাঙ্কোর থ্রিলার ‘নিউ অর্ডার’ এবং জাপানের কিয়োশি কুরোসাওয়ার ‘ওয়াইফ অব অ্যা স্পাই’। গ্র্যান্ড জুরি পুরস্কার পেয়েছে ‘নিউ অর্ডার’। কিয়োশি কুরোসাওয়া হয়েছেন সেরা পরিচালক।

ভেনিস উৎসবের ৭৭তম আসরে প্রতিযোগিতা বিভাগে বিচারকদের প্রধান ছিলেন অস্ট্রেলিয়ান অভিনেত্রী কেট ব্ল্যানচেট। গত শনিবার তিনিই গোল্ডেন লায়ন বিজয়ী সিনেমার নাম ঘোষণা করেন। 
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি